আজব আয়নামহল মণি-গভীরে

আজব আয়নামহল মণি-গভীরে ।
সেথায় সতত বিরাজে সাঁইজী মেরে ।।

পূর্বদিকে রত্নবেদী
তাহার উপরে খেলছে জ্যোতি
তারে যে দেখেছে ভাগ্যপতি
সে জন সচেতন সব খবরে ।।

জলের ভিতরে শুকনা জমি
আঠার মোকামে তাই কায়েমি
নিঃশব্দে শব্দের উদ্‌গামী
সে মোকামের খবর জান গা যা রে ।।

মনিপুরের হাটে মনোহরির কল
ত্রেহাটা ত্রিপিণি তাহে বাঁকা নল
মাকড়ার আশে বন্দী সে জল
লালন বলে ছন্দি বুঝবে কে রে ।।

0 comments:

Post a Comment