আইনমাফিক নিরিখ্‌ দিতে ভাব কি

আইনমাফিক নিরিখ্‌ দিতে ভাব কি ।
কাল শমন এলে বলবি কী ।।

ভাবতে দিন আখেরী হল
ষোল আনা বাঁকি প'ল
কী আলসে ঘিরে নিল
দেখলি না খুলে আঁখি ।।

নিষ্কামী নির্বিকার হলে
জীয়ন্তে মরে যোগ সাধিলে
তবে খাতায় উসুল মিলে
নইলে উপায় কী দেখি ।।

শুদ্ধ মনে সকলি কয়
তাও তো জোটে না তোমায়
লালন বলে করবি হায় হায়
ছেড়ে গেলে প্রাণপাখি ।।

0 comments:

Post a Comment