অবোধ মন রে তোমার হলো না দিশে
এবার মানুষের করণ হবে কিসে ।।
কোনদিন আসবে যমের চেলা
ভেঙ্গে যাবে ভবের খেলা
সেদিন হিসাব দিতে বিষম জ্বালা
ঘটবে শেষে ।।
উজান-ভেটেন দুটি পথ
ভক্তি-মুক্তির করণ সেতো
এবার তাতে যায় না জরা-মৃত
যমের ঘরে সে ।।
যে পরশে পরশ হবি
সে করণ আর কবে করবি
দরবেশ সিরাজ সাঁই কয় লালন রলি
ফাঁকে বসে ।।
এবার মানুষের করণ হবে কিসে ।।
কোনদিন আসবে যমের চেলা
ভেঙ্গে যাবে ভবের খেলা
সেদিন হিসাব দিতে বিষম জ্বালা
ঘটবে শেষে ।।
উজান-ভেটেন দুটি পথ
ভক্তি-মুক্তির করণ সেতো
এবার তাতে যায় না জরা-মৃত
যমের ঘরে সে ।।
যে পরশে পরশ হবি
সে করণ আর কবে করবি
দরবেশ সিরাজ সাঁই কয় লালন রলি
ফাঁকে বসে ।।
0 comments:
Post a Comment