অনেক ভাগ্যের পর সে চাঁদ কেউ দেখিতে পায়
আমাবস্যা নাই সে চাঁদে দ্বিদ্বলে আর কিরণ উদয় ।।
যেথা রে সেই চন্দ্রের ভুবন
দিবারাত্রি নাই অন্বেষণ
কোটি চন্দ্র জিনি কিরণ
বিজলী সঞ্চারে সদাই ।।
বিন্দু মাঝে সিন্ধুবারি
মাঝখানে তার স্বর্ণগরি
অধরচাঁদের স্বর্গপুরী
সেহি তো তিল প্রমাণ জাগায় ।।
দরশনে দুঃখ হরে
পরশনে সোনা করে
এমনি সে চাঁদের মহিমে
লালন ডুবে ডোবে না তায় ।।
আমাবস্যা নাই সে চাঁদে দ্বিদ্বলে আর কিরণ উদয় ।।
যেথা রে সেই চন্দ্রের ভুবন
দিবারাত্রি নাই অন্বেষণ
কোটি চন্দ্র জিনি কিরণ
বিজলী সঞ্চারে সদাই ।।
বিন্দু মাঝে সিন্ধুবারি
মাঝখানে তার স্বর্ণগরি
অধরচাঁদের স্বর্গপুরী
সেহি তো তিল প্রমাণ জাগায় ।।
দরশনে দুঃখ হরে
পরশনে সোনা করে
এমনি সে চাঁদের মহিমে
লালন ডুবে ডোবে না তায় ।।
0 comments:
Post a Comment